৬৬
পিআইডি, রংপুর:
আগামী বৃহস্পতিবার (২৮শে মার্চ) কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এর আগে ১০ই মার্চ ভুটানের একটি প্রতিনিধি দল কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ভুটান সরকারের সহয়োগিতায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে।