Home » আচরণবিধি ভঙ্গ করে ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ

আচরণবিধি ভঙ্গ করে ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক

হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। যে কারণে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার টেস্টটির চতুর্থ দিনে এই ঘটনা ঘটে। ইনিংসের ৮১তম ওভারে সিঙ্গেল নেওয়ার সময় ইংলিশ ব্যাটার অলি পোপের পথ রোধ করে দাঁড়ান বুমরাহ।

ইচ্ছাকৃতভাবে তার এই কাণ্ড করা নিয়মের বাইরে। বিষয়টি চোখ এড়ায়নি আম্পায়ারদের।

চার আম্পায়ারই বুমরাহর এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। পরবর্তীতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন ভারতীয় এই পেসার।

এতে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে হেরেছে ভারত। আগামী শুক্রবার বিশাখাপাত্নামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন