মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: দেশের জীববৈচিত্র রক্ষার লক্ষ্যে ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও সকল নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীর মৌখিক নির্দেশে প্রায় লাখ টাকা মূল্যের একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। বরেন্দ্র অফিসের সামনে তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের রোপিত মেহগনি গাছটি সরকারী ছুটির দিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কেটে ফেলা হয়। সরেজমিন ঘটনাস্থলে উপস্থিত হলে আটোয়ারী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের অফিস সহকারী মোঃ সেহেল রানা সাংবাদিককে গাছ কাটার ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, আমাদের জেলার উর্দ্ধতন কর্মকর্তা গাছটি কেটে ফেলতে বলেছেন। এখানে সরকারী ঘর নির্মাণ করা হবে।
'সুস্থ্য, সুন্দর ও বাসযোগ্য ভারসাম্যপূর্ণ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিরুপ প্রভাব মোকাবেলায় যেখানে সরকার গাছ নিধনে নানান উদ্যোগ নিচ্ছেন, সেখানে আটোয়ারী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ঘর নির্মাণের অজুহাতে ছুটির দিন ভোরে গাছ কেটে সাবাড় করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে আমি সেখানে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা