Home » আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময়

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময়

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আটোয়ারী উপজেলার দু’টি প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বসহ কুশলাদী বিনিময় করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী(দৈনিক মানবজমিন),সহ-সভাপতি মুহাম্মদ আলী (দৈনিক অভিযান নিউজ টিভি), সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ)আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার ( দৈনিক ইত্তেফাক), সম্পাদক এ রায়হান চৌধুরী ( দৈনিক ভোরের কাগজ)। এ ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মনোজ রায় হিরু, নজরুল ইসলাম দুলাল,রাব্বু হক প্রধান, আব্দুল করিম, হাফিজুল ইসলাম, সালাম মোর্শেদী, আব্দুল মজিদ,আলমগীর হোসেন, নীতিশ চন্দ্র, আক্তারুজ্জামান আতা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, যে কোন সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ^াসী। আটোয়ারী উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি আটোয়ারী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন