Home » আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

by নিউজ ডেস্ক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “ নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা,নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক,রাজনৈতিক ও সামাজিক সাফল্যের অগ্রগতি নিয়ে প গড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে শোভা যাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী থানার এসআই সাইফুল ইসলাম, আলোয়াখোয়া ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য নুরীমা আক্তার, সফল উদ্যোক্তা শামীমা আক্তার, মির্জাপুর ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কর্তা করুণা কান্ত রায়। । শোভা যাত্রা ও আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও রাসেদুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রণীত সংবিধানে নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারী-পুরুষের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক,রাজনৈতিক, সামাজিক, শিক্ষা,চিকিৎসা,নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে নারীর অগ্রগতি এবং উন্নয়নে বলিষ্ঠ অবস্থান তৈরী করেছেন।

You may also like