আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ বঙ্গবন্ধুর সোনার দেশ- স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপি পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (১০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার^ মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্ব করেন। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। পাট চাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক বাসুদেব রায়, বিএডিসি পঞ্চগড় এর উপ-পরিচালক মোঃ মজহারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ। প্রশিক্ষণে পাট চাষীদেরকে আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, উন্নত পাট পচন, পাটের শ্রেণি বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করেন। প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসুচির কথা তুলে ধরেন প্রশিক্ষকরা। এছাড়া চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহবান জানান। উল্লেখ্য, পাটবীজ উৎপাদনকারী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেছেন। এদের মধ্যে বাছাইকৃত শ্রেষ্ঠ পাটচাষী হিসেবে ৬ জনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরী চটের ব্যাগ প্রদান করা হয়।