আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সহ বিভিন্ন অপরাধে পৃথক পৃথকভাবে মোবাইল কোট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করার খবর পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়ীত্ব) মোঃ শেখ সাদী উপজেলার ফকিরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এতে মূল্য তালিকা প্রদর্শন ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ভেজাল ও নকল পণ্য বিক্রয়ের অপরাধে বাজারের মেসার্স মৌবন কসমেটিকস্ ব্যবসা প্রতিষ্ঠান ৫,০০০/-টাকা, মেসার্স আবির ট্রেডার্স ৫,০০০/- টাকা, মেসার্স আক্তার ব্রাদার্স ৫,০০০/- টাকা এবং করিমা কসমেটিকস্ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন তিনি।
অপরদিকে একই দিনে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মেসার্স শামীম ফার্মেসী প্রতিষ্ঠানকে ২,০০০/-টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ‘দিনাজপুর মুন্সির হোটেল’ প্রতিষ্ঠানকে ২,০০০/- টাকা, অনুমোদন বিহীন ঔষধ ব্যবহার করায় ধামোর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকার একজন প্রাণি সম্পদের পল্লী চিকিৎসককে ৫,০০০/- টাকা এবং বাজারে যানজট সৃষ্টি করে পথচারী সহ সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করার অপরাধে ৫জন অটো বাইক চালককে ২০০/-টাকা করে ১,০০০/-টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।