Home » আটোয়ারীতে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আটোয়ারীতে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

by নিউজ ডেস্ক

আটোয়ারী প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আটোয়ারী উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২ হাজার ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্র সচিবদের তথ্যমতে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ পরীক্ষার্থী ৬৪৮জনের মধ্যে অনুপস্থিত ২জন ও ভোকেশনালে ১৩৪ জন, এখানে কেন্দ্র সচিব হিসেবে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ পরীক্ষার্থী ৬৪৫জনের মধ্যে ৩জন অনুপস্থিত ও ভোকেশনালে ৬৯ জন। এখানে কেন্দ্র সচিব হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা আইসিটি , সহকারী প্রোগ্রামার এ.এম আরিফুল ইসলাম দায়িত্ব পালন করছেন। মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৭৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল একজন। এ কেন্দ্রে সচিব হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্রপাধ্যায় এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম। মির্জাপুর মাওলানা আজিম উদ্দীন আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩১৬ জনের মধ্যে প্রথম দিনের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ৯ জন অনুপস্থিত ছিল। এখানে কেন্দ্র সচিব হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান এবং ট্যাগ অফিসার হিসেবে পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করেন। সর্বশেষ তথ্যমতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবগন জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবারের এস.এস.সি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান, আটোয়ারীতে সুষ্ঠুভাবে কোলাহল মুক্ত পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

You may also like