Home » আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পশুর মৃত্যু! ব্যাপক ক্ষতি

আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পশুর মৃত্যু! ব্যাপক ক্ষতি

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হওয়ার সংবাদ পওয়া গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার(১৫ এপ্রিল) বিকেল প্রায় সাড়ে ৫ ঘটিকায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী (বুধাপাড়া) এবং রাধানগর ইউনিয়নের বড়দাপ (বুধাপাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের পইম উদ্দীনের পুত্র মোঃ আবুল কালামের রান্নঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সেখান থেকে অগ্নিকান্ডের লেলিহান শিখা মুহুর্তেই পাশর্^বর্তী ১০টি পরিবারের ২৩ টি টিনসেট ঘর ভূষ্মিভুত হয়। এ সময় ২টি গরু, ১টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করে। এছাড়াও ধান, গম, চাল, নগদ অর্থ, আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র অগ্নিকান্ডে ভূষ্মিভুত হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলো, মৃত বৈশাগু মোহাম্মদের পুত্র আতাবর রহমান ও সাবিরুল ইসলাম, মৃত আমিরুল ইসলামের পুত্র রাকিব হোসেন, মৃত রহিম উদ্দীনের পুত্র ইউসুফ আলী ও নয়ন মিয়া, মৃত ফেকেতু মোহাম্মদের পুত্র পজির উদ্দীন, পইম উদ্দীনের পুত্র আবুল কালাম ও সিদ্দিক, সমারু মোহাম্মদের পুত্র সলিম উদ্দীন, বুধা মোহাম্মদের পুত্র পইম উদ্দীন। অপরদিকে একই তারিখে রাত প্রায় সাড়ে ১১ টার দিকে রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মৃত খমির উদ্দীনের পুত্র মোঃ তোফাজ্জল হোসেনের রান্নাঘর সংলগ্ন কারিঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে ৪টি ঘর ভূষ্মিভুত হয়। অগ্নিকান্ড থেকে আত্মরক্ষার জন্য সংলগ্ন অন্যান্য পরিবারগুলোর বেশ কয়েকটি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এতে তোজাম্মেলের পরিবার সহ আরো ২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডগুলো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিসের কারণে অগ্নিকান্ডের ঘটনা থেকে অনেক মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে তাৎক্ষনিক শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

 

You may also like