Home » আটোয়ারীতে মামলা চলমান থাকায় জমির উৎপাদিত ভুট্টা প্রকাশ্য নিলামে বিক্রি

আটোয়ারীতে মামলা চলমান থাকায় জমির উৎপাদিত ভুট্টা প্রকাশ্য নিলামে বিক্রি

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিরোধকৃত জমিতে উৎপাদিত ফসল (ভুট্টা) নিলামে বিক্রি করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া বুধবার (৩ জুলাই) বিকেলে আটোয়ারী থানা চত্বরে প্রকাশ্য নিলাম ডাকের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর উপস্থিতিতে প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, ইউপি সদস্য দেলোয়ার হোসেন (মুক্তা), নিলাম ডাকে অংশ গ্রহণকারী ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। উৎপাদিত প্রায় সাড়ে ১০ মণ ভুট্টা নিয়ে ৪ জন নিলাম ডাকে অংশ গ্রহণ করেন। সর্বোচ্চ ডাককারীর নিকট ৭,৫৫০/-টাকায় ভুট্টা নিলামে বিক্রয় করা হয়। পরে ভ্যাট সহ মোট ৯,৪৩৭/- টাকা নগদ প্রদান করে ভুট্টা বুঝে নেন। জানাগেছে, উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামের কিসমতদাপ মৌজার ৭০ শতক জমির মালিকানা দাবী করে ওই গ্রামের নাজিম উদ্দীনের পুত্র মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মৃত মশির উদ্দীনের পুত্র মোঃ রেজেকুল ইসলামের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬/২৪। বাদী পক্ষ বিরোধকৃত জমিতে হালচাষ করে সরিষা বীজ বোপন করলে বিবাদী পক্ষ সরিষা আবাদ ভেঙ্গে দিয়ে ভুট্টা বীজ বোপন করেন। বিজ্ঞ আদালত মামলাকৃত জমিতে নিষেধাজ্ঞা জারী করেন। পরবর্তীতে ২৫ জুন ২০২৪ তারিখে বিজ্ঞ আদালত উক্ত ৭০ শতক জমি তদারকির জন্য আটোয়ারী থানা অফিসার ইনচার্জ কে দায়ীত্ব দেন।

 

You may also like