Home » আদিবাসী দলিত সম্প্রদায়ের পিওসিদের কৃষি জমি লীজ প্রদানের লক্ষে মতবিনিময় সভা

আদিবাসী দলিত সম্প্রদায়ের পিওসিদের কৃষি জমি লীজ প্রদানের লক্ষে মতবিনিময় সভা

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেক্স ইপারের সহযোগীতায় ঠাকৃুরগাঁও সদর উপজেলার ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে জমি লীজ প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী সেরাজুস সালেকিন। সভায় নয়টি গ্রামের ৯ জন দলিত আদিবাসী পিওসি ও ৯ জন ভুমি মালিক উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও-প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী ও আজকের সভার সভাপতি কাজী সেরাজুস সালেকিন , আরো বক্তব্য রাখেন বিভিন্ন গ্রাম থেকে আগত জমি মালিকগন,প্রকল্পের পিওসিগন । উভয় পক্ষের বক্তব্য তথা আলোচনার মাধ্যমে মালিগা কমিউনিটির অনু রানীকে জমির মালিক কল্পনা রানী ১৫ শতক,কালুক্ষেত্র কমিউনিটির প্রেমসীউস টপ্যকে জমির মালিক বাবু ৭৫ শতক, কুমারপুর কমিউনিটির রঙ্গীলাকে জমির মালিক কনিকা রানী ১৫ শতক,গোলাপী রানীকে জমির মালিক কুমতি রানী ১৫শতক,দাদনপুকুর কমিউনিটির রমেন পাহানকে জমির মালিক মোক্তারুল ৫০ শতক ও পল্লীব্যিুৎ কমিউনিটির স্বপ্না রানীকে জমির মালিক অতুল চন্দ্র রায় ৫০ শতক জমি লীজ প্রদানে সিদ্ধান্ত হয়। সভাটি পরিচালনা করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ ওয়ালিউর রহমান। পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকল জমির মালিকগনকে দলিত আদিবাসীদের কৃষি জমি লীজ প্রদানের জন্য উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

You may also like