লোকায়ন ডেস্ক
পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে রোববার ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আটজন আহত এবং অনেকে ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন।
সোমবার দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বড় এ অংশে প্রবল তুষারপাতের পর তাতিন উপত্যকার নাক্রে গ্রামের ভূমিতে ফাটল ধরে প্রায় ২০টি বাড়ি ধ্বংস এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন।
প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনো তুষারপাত হচ্ছে।
আফগানিস্তান কঠোর শীতে অভ্যস্ত তবে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাত হচ্ছে।
প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মৌলভি মোহাম্মদ নবী আদেল বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলকে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে।
মেঘ এবং বৃষ্টির কারণে হেলিকপ্টারটি নুরিস্তানে অবতরণ করতে পারছে না।
তিনি আরও বলেন, তুষারের স্তূপ প্রদেশের প্রধান সড়কগুলো বন্ধ করে রেখেছে। যে কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
সূত্র: ডয়চে ভেলে