রংপুর, ২৬শে শ্রাবণ, (১০ই আগস্ট):
আবু সাঈদ বড়ো স্বপ্ন দেখেছিল বলেই আজ সে মহান। সে কখনো স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে দেশের জন্য বুক পেতে দিয়েছে। আবু সাঈদের মতো তরুণদেরও ছোট-খাটো জিনিস নিয়ে চিন্তা না করে বৃহৎ পরিসরে চিন্তা করতে হবে। শনিবার (১০ই আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
দেশ গঠনে তরুণদের ভূমিকা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণ সমাজ অসম্ভবকে সম্ভব করতে পারে। তরুণরা যেহেতু দেশ রক্ষা করতে পেরেছে, তারা সংখ্যালঘুদেরও রক্ষা করতে পারবে। তিনি আক্ষেপ করে বলেন, তরুণদের যে জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা সেই জায়গায় তাদের নিয়ে যেতে পারি নাই। সেটা আমাদের ব্যর্থতা। পরের প্রজন্ম যেন একই সমস্যায় না পড়ে, সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তিনি তরুণ সমাজকে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন সৎ ও যোগ্য উপাচার্য নিয়োগ, ছাত্র-সংসদ প্রতিষ্ঠা, ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধকরণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়সমূহে বাজেট প্রণয়নে বৈষম্য দূরীকরণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন-সহ বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের প্রস্তাবসমূহ গুরুত্ব-সহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।