৩৩

লোকায়ন রিপোর্ট॥ আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়েনের গিলাবাড়ী এলাকায় ১০০জন অসহায় পরিবারের মাঝে এই রমজান সামগ্রী বিতরণ করেছে আব্রুয়ান ফাউন্ডেশন।
প্রতিটি প্যাকেটে রয়েছে ৫কেজি চাল, ছোলা ১কেজি, চিনি ১ কেজি ও মশুর ডাল ১কেজি করে দেয়া হয়েছে।
রমজান সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আব্রুয়ান ফাউন্ডেশনের প্রতিনিধি আসাদুস জামান বাবু, নাসিমুল হক, কামরুজ্জামান আবু, আবু হাসনাত মুন্না, হামিদুল ইসলাম প্রমুক।