Home » আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অস্বচ্ছল মায়েদের শাড়ি কাপড় উপহার প্রদান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অস্বচ্ছল মায়েদের শাড়ি কাপড় উপহার প্রদান

by নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও, ৫ অক্টোবর ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায়-দুস্থ ও অস্বচ্ছল মায়েদের উপহার হিসেবে নুতন শাড়ি কাপড় প্রদান কার্যক্রম শুরু করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির চত্বরে বিভিন্ন বয়সের, বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা মায়েদের মাঝে শতাধিক কাপড় প্রদান কার্যকমের উদ্বোধন করেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা বাসুদেব ব্যানার্জী। এসময় সংগঠনের সভাপতি সত্যেন্দ্রনাথ ব্যানাজী, সহ-সভাপতি ডা. শুভেন্দু দেবনাথ, সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র রায়, কোষাধক্ষ পার্থ প্রতিম গুহ ঠাকুরতাসহ অন্যান্য নেতাকর্মীগণ এসব কাপড় মায়েদের হাতে তুলে দেন। এসময় নেতৃবৃন্দ জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে বরাদ্দকৃত জেলার ছয়টি মন্দির চত্বর থেকে প্রায় পাঁচশ’ মাকে একটি করে নুতন শাড়ি কাপড় উপহার প্রদান করা হবে।
পূজার আগে অসহায় দরিদ্র মায়েরা নুতন শাড়িকাপড় উপহার হিসেবে পেয়ে অনেকে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান।

You may also like