Home » ইএসডিও’র উদ্যোগে টিউলিপ চাষ প্রকল্প পরিদর্শন

ইএসডিও’র উদ্যোগে টিউলিপ চাষ প্রকল্প পরিদর্শন

by নিউজ ডেস্ক

ইএসডিও’র বাস্তবায়নে চতুর্থ বারের মতো খামার পর্যায়ে টিউলিপ ফুল চাষ প্রকল্প ২০২৫-এর কার্যক্রম পরিদর্শন করেছেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে তাঁরা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবং কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ড. সেলিমা আখতার বলেন, “টিউলিপ চাষ প্রকল্পটি কৃষি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি কৃষকদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করছে।” একই সঙ্গে ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রকল্পের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “এটি দেশের কৃষি খাতে একটি নতুন অধ্যায় সূচনা করেছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।”

পরিদর্শনকালে ইএসডিও’র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পের কার্যক্রমের উন্নয়ন ও কৃষকদের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ইএসডিও’র উদ্যোগে টিউলিপ চাষ প্রকল্পটি স্থানীয় কৃষকদের উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে কাজ করে যাচ্ছে।

You may also like