Home » ইএসডিও’র কার্যক্রম পরিদর্শনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক

ইএসডিও’র কার্যক্রম পরিদর্শনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক

by নিউজ ডেস্ক
নবীন হাসান  : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক শুক্রবার ইএসডিও’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি সকালে তেতুলিয়ায় টিউলিপ বাগানের উদ্বোধন করেন এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। এরপর তিনি তেতুলিয়ার চা বাগানীদের চা বাগান পরিদর্শন করেন।
পরে ঠাকুরগাঁওয়ে পিকেএসএফের অর্থায়নে  ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের আওতায় পরিচালিত সাইলেজ উৎপাদন প্রক্রিয়া, মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট  ভিলেজ মিট এবং  মোজারেলা চিজ তৈরির  কার্যক্রম পরিদর্শন করেন। একই দিনে তিনি ঠাকুরগাঁও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরও ঘুরে দেখেন। দিনশেষে ইএসডিও’র প্রধান কার্যালয়ে জয়নাল আবেদীন মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা জানান। এ সময় ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার তাকে উত্তরীয় পরিয়ে দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
 এসময় আরও উপস্থিত ছিলেন এনবিআর কমিশনার তৌহিদুল মনির, ডেপুটি সেক্রেটারি আমিন শরিফ ও মোহাম্মদ মিজানুর রহমান, পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান,এবং পিকেএসএফ-এর সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম ।
এসময় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী রানীকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইএসডি’র  উন্নয়নকর্মী ও ইকো পাঠশালা  এন্ড কলেজের শিক্ষার্থীরা  গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সচিব নাজমা মোবারেক ইএসডিও’র কার্যক্রমের প্রশংসা করেন এবং এ উদ্যোগগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়াও তিনি শনিবার সকালে  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় “Promoting Eco-friendly Construction Materials through Resource-Efficient and Cleaner Production (RECP) Practices” উপ-প্রকল্পের   ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টনে অবস্থিত ইকো হলো এবং সলিড ব্লক ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি।

You may also like