৪
লোকায়ন রিপোর্ট :- ইএসডিও‘র স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)‘র সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়েন্ট ট্রান্সফোরমেশন (স্মার্ট ) প্রকল্পের আওতায় “প্রোমোটিং ইকো ফ্রেন্ডলি কন্সট্রাকশন ম্যাটেরিয়ালস থ্রু রিসোর্স এফিসিয়েন্ট এন্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) প্রাক্টিসেস” শীর্ষক উপ-প্রকল্পের এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইএসডিও ‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মো: সফিউল আলম,গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো: নাজমুল হক,পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক তামিম হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম রাজু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: শাহিদুল ইসলাম,চেম্বার অফ কমার্সের পরিচালক মো: ফকরুল আলম, ব্লাক সার্কেল এর উপ-প্রকৌশলী মো: আলমগীর হোসেন,
ইএসডিও’র স্মার্ট প্রজেক্ট এর ফোকাল পার্সন মো: আইনুল হক, ইএসডিও’র সিনিয়র এপিসি মো: শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ইএসডিও’র প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম।
এছাড়াও ঠিকাদার, ব্যবসায়ী, রাজমিস্ত্রি ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।