প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:১২ পূর্বাহ্ণ
ইএসডিও’র ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশবিশেষ

৩ এপ্রিল ২০২৫, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৮৮ সালে বাংলাদেশের সর্ব উত্তরের ঠাকুরগাঁও জেলার শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র ড. মুহম্মদ শহীদ উজ জামানের নেতৃত্বে একদল তরুণের সম্মিলিত প্রয়াসে ভয়াবহ বন্যা মোকাবেলায় শুরু হয় ইএসডিও’র পথচলা। শুরুর দিকে ইএসডিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতে ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে দেশের নানা অঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিশেষত, সংস্থাটি নারী, শিশু এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কল্যাণে অবদান রেখেছে।
ইএসডিও’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে সংস্থার প্রধান কার্যালয়, গোবিন্দনগর, ঠাকুরগাঁও থেকে একটি র্যালি বের হয়, যা সকাল ৮.৩০ মিনিটে শুরু হয়। পরে সকাল ১১.০০ টায় প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত, দলীয় সংগীত এবং উৎসব সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার । আরও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং সংস্থার উন্নয়নকর্মীবৃন্দ।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন