Home » ইএসডিও আরএমটিপি র আওতায় অনুদানের চেক বিতরণ 

ইএসডিও আরএমটিপি র আওতায় অনুদানের চেক বিতরণ 

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট:স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ইফাদ এন্ড পিকেএসএফ এর অর্থায়নে  ইএসডিও-আরএমটিপি’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের আওতায় ইএসডিও’র প্রধান কার্যালয়ে বিভিন্ন সেক্টরের উদ‍্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ হয়।
আজ ১৭ জানুয়ারি (বুধবার) দুপুরে উক্ত চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব এইচ আর মো: আবুল মনসুর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আইনুল হক, হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন‍্যান্স ও ডিপিসি এবং ফোকাল পার্সন আরএমটিপি ইএসডিও, মো: মাজেদুল ইসলাম মামুন, হেড অব অপারেশন (মাইক্রোফাইন‍্যান্স) ও ডিপিসি ইএসডিও, ডা:বাবুল চন্দ্র বর্মন এপিসি ও প্রজেক্ট ম‍্যানেজার আরএমটিপি, মো: শামীম ইসলাম জোনাল ম‍্যানেজার ঠাকুরগাঁও।  প্রধান অতিথি তার বক্তব্যে বল্রন, ইএসডিও-আরএমটিপি প্রকল্পের নিরাপদ মাংস ও নিরাপদ দুধ উৎপাদনের নিমিত্তে উন্নত জাতের দুধাল ছাগল পালনের এবং গরুর দুধের পাশাপাশি ছাগলের দুধ হইতে পনির, চিজ, বাটার ইত‍্যাদি নতুন পণ‍্য তৈরির জন‍্য বিভিন্ন পরামর্শ দেন। ইএসডিও এই ধরনের মাইক্রোফাইন‍্যান্স এর পাশাপাশি উন্নয়নমুলক অনেক কাজ করে থাকে এবং এই আরএমটিপি প্রকল্পের মাধ‍্যমে উদ‍্যোক্তাদের জন‍্য প্রশিক্ষন, বাজার সংযোগ স্থাপন, পণ‍্যের বৈচিত্র্যময় ও মোড়কীকরন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়।  পরিশেষে প্রাণিসম্পদ সেক্টরে দুধের বাজার উন্নয়নের জন‍্য এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং  উদ‍্যোক্তাদের উদ্দেশ্যে  বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব‍্য প্রদান করেন।  এসময় কয়েকজন উদ‍্যোক্তাকে  ইএসডিও- আরএমটিপি প্রকল্প থেকে আংশিক অনুদানের চেক প্রদান করেন। উদ‍্যোক্তাগন অনুদানের চেক পেয়ে খুবই খুশী হয়েছেন এবং সেইসাথে ইএসডিও-আরএমটিপি প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন