২৭২
লোকায়ন রিপোর্ট: ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আরএমটিপি- “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্প” এর আওতায় আধুনিক কসাইখানা স্থাপনের সনদ বিতরন করা হয়েছে। ০৩ জানুয়ারি (বুধবার) দুপুরে জেলা প্রাণিসম্পদ অফিসে ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তর ঠাকুরগাঁও কতৃক ঠাকুরগাঁও রোড বাজার মাংস ব্যাবসায়ী কল্যান সমিতির নামে সনদ প্রদান করেন ডা: আবুল কালাম আজাদ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঠাকুরগাঁও। কসাইদের পক্ষে সনদ গ্রহন করেন, ঠাকুরগাও রোড বাজার মাংস ব্যাবসায়ী কল্যান সমিতির সহ: সাংগঠনিক সম্পাদক মো: পয়গাম আলী। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন । জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, ইএসডিও এই প্রকল্পের কাজের মাধ্যমে দেশে অনেকাংশে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন।