প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ
ইএসডিও কর্তৃক মৃত্যু বীমা প্রদান
লোকায়ন রিপোর্ট: আজ (২০ এপ্রিল ২০২৪) ইএসডিও প্রধান কার্যালয়ের চেতনা বিকাশ কেন্দ্রে ইএসডিও'র উন্নয়নকর্মী মৃত বিলাস পাল-এর স্ত্রী বাসন্তী রানী পাল এবং তার সন্তানদের মাঝে মৃত্যু বীমা, পিএফ, গ্র্যাচুইটি, স্টাফ সিকিউরিটি'র ৪,৩১,৭৫১ টাকার চেক প্রদান করা হয়। বিলাস পাল ইএসডিও'তে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন, সর্বশেষ তিনি Field Facilitator FFA/DRRP হিসেবে কক্সবাজার কর্মরত ছিলেন। তিনি গত ১৯/০২/২০২৪ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মস্থলে মৃত্যুবরণ করেন।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার নির্দেশনা অনুযায়ী মৃত্যু বীমার চেক প্রদান করেন যামিনী কুমার রায় (হেড অব প্রোগ্রাম, ইএসডিও)। এসময় উপস্থিত ছিলেন মো. আবুল মনসুর সরকার (হেড অব এইচ আর, ইএসডিও), মো. সৈয়দ আলী (হেড অব ফাইন্যান্স, ইএসডিও), মো. রফিকুল ইসলাম (কো-অর্ডিনেটর, ফাইন্যান্স, ইএসডিও), মৃত বিলাস পাল-এর বড় ভাই এবং ইএসডিও'র উন্নয়নকর্মীবৃন্দ।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন