Home » ইএসডিও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে

ইএসডিও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে

ইএসডিও উন্নয়ন মেলা উদ্বোধন

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, ইএসডিও যে ধরণের কর্মকান্ড পরিচালনা করছে এটি উদাহারণ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার মতো। এটি দেখে আমি বিষ্মিত এবং অভিভূত। এই ধরণের কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি ই্এসডিও’র উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যে অনুপ্রেরণা তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র তিন যুগ পূর্তি উপলক্ষে “ইএসডিও উন্নয়ন মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো বলেন, মেলার স্টলে কৃষি, জেন্ডার, প্রশিক্ষণসহ যেসকল বিষয় যুক্ত হয়েছে তা দেখে মনে হয়েছে এখানে সব কিছুই আছে। তিনি ইএসডিও’র আরো উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বলেছেন, ইএসডিও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। দল-মত নির্বিশেষে এই প্রতিষ্ঠানটি এখন ব্রান্ডে রূপান্তর হয়ে গেছে। ইএসডিও আজ গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠান গুলো অনুকরণ করতে পারে বলে মন্তব্য করেন ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।
ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন আন্তর্জাতিক উন্নয়স বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগীর, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। এরআগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী ইএসডিও মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া ৪৭টি প্রকল্পের ৪৭টি স্টল পরিদর্শন করেন।
পরে আমন্ত্রীত অতিথিবর্গের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

তিনযুগ পূর্তির অন্যান্য কর্মসুচি:
শুক্রবার সকাল ৯টায় আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘরে লোকজ খেলনা গ্যারির উদ্বোধন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সাড়ে ৯টায় তিনযুগ পূর্তির উদ্বোধনী অধিবেশন।
প্রধান অতিথি থাকবেন-স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান। গেষ্টঅব অনার এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো: আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় ইএসডিও’র তিনযুগের ম্যুরাল উদ্বোধন এবং কর্মী সমাবেশ। ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১২টায় ইএসডিও’র প্রধান কার্যালয়ে অনুভবে ঠাকুরগাঁও শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বৃত্ত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করবেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্রিকিউটিভ ভাইসচেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিকেল ৩টায় ইএসডিও’র তিনযুগ পূর্তিতে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। অতিথি থাকবেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিএআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ, উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর চেয়ারম্যান ইউনুছ আলী, বিশিষ্ঠ নারী সংগঠক পারভিন মাহমুদ।
শনিবার সকাল সাড়ে ৯টায় ইএসডিও’র ভবিষ্যত কর্মপন্থা: অংশীজনের প্রত্যাশা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ।

You may also like