৮৯
ঠাকুরগাঁও প্রতিনিধি: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি বৃহস্পতিবার দুপুরে শহরের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। অনুষ্ঠানে ইএসডিও মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ ইএসডিও ট্রেনিং এন্ড কাউন্সিলিং ইউনিট এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো ব্রাঞ্চ ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মাইক্রোফিন্যান্স সেবাকে আরও উন্নত এবং গুণগত মানসম্পন্ন করা।
উদ্বোধনী বক্তব্যে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “ইএসডিও সব সময়ই সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রশিক্ষণ কর্মশালা ম্যানেজারদের নেতৃত্বদানের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন কৌশল প্রয়োগ করে তারা আরও কার্যকরীভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের কর্মীরা আধুনিক আর্থিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। এই প্রশিক্ষণ তাদের সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত নতুন দক্ষতাগুলি ব্যবহার করার প্রতিশ্রুতি দেন। কর্মশালাটি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে মাইক্রোফিন্যান্স ব্যবস্থাপনা, নেতৃত্বদানের কৌশল, এবং গ্রাহক সেবা নিয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
ইএসডিও (ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন) স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান, যা মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে।