লোকায়ন রিপোর্ট : ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত ইএসডিও-মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বার্ষিক শিক্ষা সফর কক্সবাজারে অনুষ্ঠি হয়েছে। সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীবৃন্দ এতে অংশগ্রহণ করেছেন।
সফরের নেতৃত্ব দিয়েছেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, এবং টিম লিডার (আইসিটি) শাশ্বত জামান।
এই সফরে অংশগ্রহণকারীরা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। উন্নয়ন কার্যক্রমে উদ্ভাবনী পন্থা গ্রহণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফর শেষে অর্জিত দক্ষতা নিজ নিজ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োগ করবেন অংশগ্রহণকারীরা।