Home » ইকো পাঠশালা এন্ড কলেজে রজতজয়ন্তী উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইকো পাঠশালা এন্ড কলেজে রজতজয়ন্তী উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

by নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইকো পাঠশালা এন্ড কলেজে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগরে অবস্থিত ইকো পাঠশালা এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান এবং ইকো পাঠশালা এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের সূচনা করেন। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

You may also like