স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন , আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নেই, সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার চালায়। এটা এখন আওয়ামী লীগ নাই পুলিশ লীগ হয়ে গেছে।
আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ৭৫ সালে তারা বাকশাল করেছিল এখন আবার তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে সত্যিকার অর্থেই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য।
তিনি বলেন, এই চুরি করতে করতে দেশটাকে তারা লুটপাট করে নিয়েছে। অর্থনীতি শেষ। ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থান ধসের দিকে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন এখন থামেন। মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতির বন্ধ করেন। নাহলে এ দেশ আর টিকবে না।
তিনি রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সদ্য প্রয়াত জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণ সভায় এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র, পয়গাম আলী, অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহিলা দলের সভাপতি ফুরাতুন নেহার প্যারিস প্রমুখ। এছাড়াও এই সময় দলের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।