Home » এন্টিবায়োটিক এর অতিরিক্ত ব্যাবহারজনিত কুফল, প্রতিকার এবং  বিকল্প চিন্তা  

এন্টিবায়োটিক এর অতিরিক্ত ব্যাবহারজনিত কুফল, প্রতিকার এবং  বিকল্প চিন্তা  

by নিউজ ডেস্ক

ডা: শীলা রাণী কর্মকার

এন্টিবায়োটিক এর অপপ্রয়োগ ও অতিরিরাণীক্ত ব্যাবহারের ফলে যে ড্রাগ সেনসিটিভিটি বা এন্টিবায়োটিক প্রতিরোধীতা মানব শরীরে তৈরি হচ্ছে তার ভয়াবহতা কতটা মারাত্মক হতে পারে সে পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক সংস্থাগুলো এবং উন্নত বিশ্ব। ইতিমধ্যে জাতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে বিভিন্ন  সচেতনতা মূলক সংবাদ প্রায়ই প্রকাশিত হচ্ছে। আমাদের দেশেও প্রায় ৩৬ টি এন্টিবায়োটিক অকার্যকর হয়ে  পরেছে।  এর বিকল্প চিন্তা কী আমরা করতে পারি না!  রোগ  থেকে  মুক্তি  লাভ করাই  যখন উদ্দেশ্য তখন কেবল এন্টিবায়োটিক এর উপর নির্ভরশীলতা কেন বাড়াতে হবে , যখন হোমিওপ্যাথি বলছে রোগ  নয় রোগীর চিকিৎসা করা হল এর মূল  লক্ষ্য এবং  রোগীর কষ্টকর উপসর্গগুলো  দ্রুত, সচ্ছন্দ ও স্থায়ীভাবে আরোগ্য সম্পাদনই হোমিওপ্যাথিক চিকিৎসার মূলনীতি । এন্টিবায়োটিকের মতো কার্যকর পচন ও সংক্রমণরোধী ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। হিপার সালফার,  মার্কসল, সাইলিসিয়া,টিউবারকুলিনাম,  ব্যাসিলিনাম, সিফিলিনাম  ইত্যাদি  অনেক  ঔষধের  পূঁজ শোষণ,  ক্ষত নিবারণ ও সংক্রমণবিরোধী ক্ষমতা ও গুনাগুন রয়েছে।
আমরা হোমিওপ্যাথিক ঔষধ কে কেবল মাছের কাঁটা  বের করতে উপযুক্ত  মনে করি এবং এর কার্যকারীতা ও ব্যাবহারকে সীমিত  রেখেছি।  উপযুক্ত এবং  সঠিকভাবে ব্যবহার হলে হোমিওপ্যাথিক ঔষধ মানবকল্যানে আরও ব্যপক ভূমিকা  রাখবে । সুস্থ সুন্দর দেশ ও জাতী গঠনে হোমিওপ্যাথির ভুমিকা  নিয়ে নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের পাশে আছি।
হোমিওপ্যাথিকে জানুন,  নিজে সুস্থ থাকুন  পরিবারকে সুস্থ  রাখুন।

You may also like