৪২৮
লোকায়ন রিপোর্ট
আজ ইকো পাঠশালা এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, এনডিসি, ক্যাপস্টোন ফেলো। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. রায়হান হাবিব, প্রফেসর, ডেইরি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অতিথিদের বক্তব্যে মুখ্য আলোচক ড. রায়হান হাবিব তাঁর বক্তব্যে বলেন, “ইকো পাঠশালা এন্ড কলেজের রেজাল্ট, সত্যিই অভিভূত হওয়ার মতো। অধ্যক্ষ ড. সেলিমা আখতারের নির্দেশনায় সম্মানিত সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমের ফসল হলো-এই ভালো রেজাল্ট। অত্র প্রতিষ্ঠান আগামীতে যেন এই রেজাল্ট বহাল রেখে আরও ভালো রেজাল্ট উপহার দিতে পারে”- এই আশা ব্যক্ত করেন।
অধ্যক্ষ ড. সেলিমা আখতার তাঁর বক্তব্যে বলেন, “ইকো পাঠশালা এন্ড কলেজের ফলাফল প্রতি বছর তার বিগত বছরের ফলাফলকে ছাড়িয়ে যায়, আগামী বছরও তার ব্যতিক্রম হবে না এবং ভালো ফলাফল অর্জন করতে আমরা সক্ষম হবো, ইনশাল্লাহ।” প্রধান অতিথি ড. মুহম্মদ শহীদ উজ জামান তাঁর বক্তব্যে বলেন, “ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের ফলাফল আমাদেরকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে ইকো পাঠশালা এন্ড কলেজ আরও ভালো ফলাফল বয়ে আনুক।” এবং এ আশা ব্যক্ত করেন যে, ইকো পাঠশালা এন্ড কলেজ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে একদিন শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে, ইনশাল্লাহ । এ বছর ইকো পাঠশালা এন্ড কলেজ হতে মোট ১২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১২৯ জনই কৃতকার্য হয়। জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ৯৫ জন শিক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ৫১ জন শিক্ষার্থী। বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।