লোকায়ন রিপোর্ট॥ ঠাকুরগাঁওয়ে কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে বসতবাড়িতে অহিমায়িত আলু সংরক্ষণাগারে আলু সংরক্ষণ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ এবং বিপণন বিষয়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে স্থানীয় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের মডেলঘরে আলু সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন ঠাকুরগাঁও কৃষি বিপণন কর্মকর্তা সাখওয়াত হোসেন ও মাঠ কর্মকর্তা জিল্লুর রহমান ।