Home » ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান 

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান 

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ই মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গাইবান্ধার জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২৫ জন এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১৩ জন। চেক বিতরণের পর ১০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।

You may also like