প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
খামারীদের মাঝে প্রশিক্ষনের সনদ বিতরণ
লোকায়ন রিপোর্ট: ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আরএমটিপি'র- "নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্প " এর আওতায় ঠাকোরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও কতৃক ৫ দিনের প্রশিক্ষন শেষে ২৫ জানুয়ারি দুপুরে ২৪ জন খামারীদের মাঝে সনদ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন, গ্যাপ ট্রেইনার ডা: মুনিরুজ্জামান।
এ সময় নিউলাইটের প্রতিনিধিসহ ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর ডা: নুরুন্নবী, এমআরএমও, ভিসিএফ-৩, এভিসিএফসহ অনেকে। এ সময় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন এবং খামারীদের উদ্দ্যেশে আধুনিক খামার গড়ার জন্য খামারীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ইএসডিও, আরএমটিপি প্রকল্পের কাজের মাধ্যমে ঠাকুরগাঁওসহ সারা দেশে অনেকাংশে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন