বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিজিত চৌধুরী।
সভায় লালমনিরহাট সদর উপজেলার চারটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী ডলি রানি (এভিসিবি তৃতীয় পর্যায় প্রকল্প)। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের মামলার নথিপত্র ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।