প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
গ্রাম দারিদ্র্যমুক্তকরণ প্রকল্পে গাভী, গরু ও ছাগী অনুদান বিতরণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম দারিদ্র্যমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে গবাদি পশু অনুদান বিতরণ অনুষ্ঠানের সমাপ্তিকরণ সভা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লক্ষ্মীপুর নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ৩৪ জন উপকারভোগীর মাঝে ১১টি গাভী, ১৩টি গরুমোটাতাজাকরণ ও ২০টি ছাগী অনুদান প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোছাঃ স্বপ্না বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লক্ষ্মীপুর নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল হান্নান (হান্নু), চেয়ারম্যান, ৮নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইএসডিও'র প্রতিনিধি দেবাশীষ সরকার, খাতিবর রহমাম সহ আরও অনেকে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিওর) বাস্তবায়নে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন