ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণসভা, উচ্চশিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগরে অবস্থিত জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন স্মৃতি পরিষদের সভাপতি মুহম্মদ জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, সমাজসেবক আশরাফ উল আলম, তাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, হাফেজ রশিদ আলম ও মোঃ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতারিম মোঃ মাহবুবুর রহমান ও কলেজপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।