৭
লোকায়ন রিপোর্ট : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় “এম্পাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন – ইসিই” প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। হেম্পেল ফাউন্ডেশনের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে আসেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের প্রতিনিধিরা।
১লা ফেব্রুয়ারি ২০২৫, ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের উপস্থিতিতে প্রকল্পটি পরিদর্শন করেন সেভ দ্য চিলড্রেন, ডেনমার্ক-এর সিনিয়র হিউম্যানিটেরিয়ান এডুকেশন অ্যাডভাইজার বেন হিল এবং প্রজেক্ট এনগেজমেন্ট ম্যানেজার এমলি বেইনহোল্ড মারথিন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর প্রজেক্ট ডিরেক্টর শাহীন ইসলাম, সিনিয়র ম্যানেজার (এডুকেশন) তাহসিনা তৈমূর এবং টেকনিক্যাল স্পেশালিস্ট রুবা-ই রায়হান।
পরিদর্শনকালে ইএসডিও’র হেড অব এডুকেশন নির্মল মজুমদার, জেলা ফোকাল (জামালপুর) হাসান জামান এবং প্রকল্প কো-অর্ডিনেটর (ইসিই) মোঃ আবুজ্জোহা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল ইসিই প্রকল্প অফিস পরিদর্শন করেন এবং শিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তারা প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রকল্পটির ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শিক্ষার সুযোগ বৃদ্ধি ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।