স্টাফ রিপোর্টার: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে টিফিনের টাকা বাঁচিয়ে গাছ বিতরণ করেছে শিশু সংগঠনের শিশুরা । শিশুদের সংগঠন শিশু ফোরাম ঠাকুরগাঁও এপি এর আয়োজনে এই গাছ বিতরণ করা হয়। বুধবার দুপুরে শহরের মন্দির পাড়া নামক এলাকায় গাছ বিতরণের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় শিশু ফোরামের সদস্য রত্না আক্তার বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষ বিতরণ ও রোপন কার্যক্রম হাতে নিয়েছি । নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এ কার্যক্রম চালাচ্ছি। আমরা প্রত্যেকে জানি তীব্র তাপদাহার কারণে আমাদের আবহাওয়া অত্যন্ত পরিমাণে উষ্ণ হয়ে যাচ্ছে যার কারণে জীবন বিভীষিকাময় হয়ে পড়ছে। এ কারণে আমরা শিশুরা উপলব্ধি করে ঠাকুরগাঁওয়ের শিশু ফোরামের সদস্যরা একত্রিত হয়ে এই প্রোগ্রামটি হাতে নিয়েছি।
আরেক সদস্য হৃদয় বলেন, বাবা মায়েরা আমাদের টিফিনের জন্য যে টাকাটা দিত সে টাকা বাঁচিয়ে আমরা গাছ লাগাচ্ছি। কারণ গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় আজকে আমাদের এই আয়োজন।
কাজ পেয়ে খুশি এক শিক্ষার্থী কাঞ্চনা বলেন, গাছ পেয়ে আমরা খুব খুশি হয়েছি৷ তারা টিফিনের টাকা বাঁচিয়ে আমাদের গাছ উপহার দিয়েছেন। এই গাছ আমরা লাগাবো এবং নিজেরাই পরিচর্যা করব।