স্টাফ রিপোর্টার ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় জমির মালিকানা নিয়ে দ্বন্দের বিষয়ে ১৪৪ ধারা জারি করা হয়। বুধবার ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ নির্দেশনা জারী করেন।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন চোঙ্গাখাতা মৌজার ৭৭ নং জেএল, ৩৫ নং সিএস খতিয়ান, ২১৭ নং এসএ, ৩৯ নং সিএস ও ২২৭নং এস এ খতিয়ানভুক্ত ৬৪৫ ও ৬৪৬ নং দাগের মোট ১৬১ শতক জমির মালিকানা নিয়ে পক্ষ ও প্রতিপক্ষের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই জমিতে সৃষ্ট বিরোধের কারণে যে কোন সময় আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিসহ সাধারণ মানুষের প্রাণনাশের সমূহ সম্ভাবনা বিদ্যমান এবং ফলশ্রুতিতে সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে উল্লেখিত জমির আশপাশ এলাকায় গতকাল বুধবার হতে বিচারাধীন মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করলো উপজেল প্রশাসন। এছাড়াও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইসুদ্দিন সাজুকে ব্যাপক প্রচারের জন্য ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকিংয়ের কথা বলা হয়েছে।