Home » ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ফেডারেশনের জেলা সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ফেডারেশনের জেলা সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রির্পোট ॥ ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে অসহায় দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ইউনিয়ন ফেডারেশনের জেলা সমন্বয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় গরিব, অসচ্ছল ও অসহায় নাগরিকদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে দিকনির্দেশনা দেন, জেলার সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এস, এম সফিকুল ইসলাম। এসময় ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা (রেঃজিঃ) নাজমুজ সাবিব, উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, আরডিআরএস’র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার (রংপুর) প্রদীপ কুমার, টেকনিক্যাল অফিসার (কৃষি) রবিউল আলম, কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার শশিউল ইসলাম, একাউন্ট অফিসার এস, এম মাহামুদুল ইসলাম প্রমুখ।
সভায় তৃণমূলের অসহায় লোকজনকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। এসময় জেলার ৫১টি ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁও কার্যালয় এই সভার আয়োজন করে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন