প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র উদ্যোগে “ভিলেজ মিট” মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট "ভিলেজ মিট"-এর উদ্বোধন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান।
প্রকল্পের স্বাগত বক্তব্য দেন আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন।
উদ্যোক্তা মো. মাসুম বিল্লাহ তার অভিজ্ঞতা ও উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে ইএসডিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খামারি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন