ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পুর্তি উপলক্ষে “ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা : অংশীজনের প্রত্যাশা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট নারী সংগঠক পারভিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি আন্তর্জাতিক উন্নয়ন বিশ্লেষক দেওয়ান এএইচ আলমগীর, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিসটেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম. আসাদুজ্জামান, স্ট্রমিফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান র্ভুইয়া, ইনফেন্টস ডু মন্ডে (ইডিএম)’র রিজিওনাল কো-অর্ডিন্টের শামীমা আখতার শিমুল, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মাহবুব উল আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কান্ট্রি ডিরেক্টর রিয়াদ ইমাম মাহমুদ, সলিডারিডাড এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, সাটাইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ জামিল, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি কো-অর্ডিনেটর মো: ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রামের ডিরেক্টর কাইছার রেজভী, ওয়াটার এইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স এন্ড এ্যাডমিন পারভেজ সাজ্জাদ, ওয়াটার অর্গ সাউথ এশিয়ার ফিনানসিয়াল ইনিস্টিটিউশনের পোর্টফেলিও লিড আবু আসলাম, হেকস-ইপারের পার্টনারশিপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভুপেশ রায়, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পোশালিস্ট শেখ কাসিফ মাহবুব, সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামান, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বনামধন্য এই উন্নয়ন সংস্থার তিনযুগ পূর্তি উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন অতিথিবৃন্দ ও অংশিজনগণ।
বক্তব্যে প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইএসডিও সুনামের সাথে এগিয়ে চলেছে। বর্তমানে এটি একটি টগবগে তরুন সংগঠন। আমরা যদি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি আশা করবো সাধারণ মানুষের সেই সাথে দেশের মানুষের আর্থ সামাজিক ও অন্যান্য উন্নয়নের ফলে সামনের দিনে এ সংস্থাটি আরও বড় ভূমিকা পালন করবে। এক সময় উত্তর বঙ্গকে মানুষ মঙ্গাপিড়িত এলাকা বলতো। বর্তমানে কিন্তু আর সেই রকম অবস্থা নেই। দৃশ্যপট পাল্টে গেছে। তার পরও সাধারণ মানুষের জন্য প্রচুর কাজ করার আছে। জনমানুষের কল্যাণে কাজ করতে হলে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। কারিগরি দিকগুলোতে গুরুত্ব দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অন্যান্য বক্তাগণ বলেন, কোভিড-১৯ এর পর থেকে কিন্তু বিশ্বের পৃক্ষাপট পরিবর্তন হয়েছে। ইএসডিও’র সাথে বর্তমানে অনেক ভালো ও বড় বড় সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। ডোনারগণ এখন ইএসডিও’র খোজে। এ সময় তারা ডোনার খুজতো। কিন্তু ইএসডিও’র বড় ধরনের পরিবর্তনের ফলে সকলে ইএসডিও’কে খোজে। বর্তমানে দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলায় যেরকম রক্ষমতা থাকার দরকার ইএসডিও’র তা আছে। সে কারনে ডোনারগণ তাদের সাথে কাজ করতে আগ্রহী হচ্ছে। আমরা বলতে চাই যে, আমরা লং টাইম ডিউরেশনে কোন কাজ করতে বিশ্বাসী। আমরা যে কমিউনিটি নিয়ে কাজ করবো সেখান থেকে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। আমরা ইএসডিও’র সাথে লম্বা সময় ধরে কাজ করতে চাই। যেটা চলমান সেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আমরা বলতে পারি স্টাটিটিজ প্লান করেছে সেটি বাস্তবায়ন হবে। সর্বোপরী সামনের দিনে ইএসডিও’র আর সুন্দর ও সফলভাবে সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ। দুপুরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তিনযুগ পুর্তি উপলক্ষে অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।