ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য জিংক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ২৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। কর্মশালায় জিংক পুষ্টির গুরুত্ব, জিংকযুক্ত ফসলের চাষ ও পুষ্টি উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জিংকের ঘাটতি মানবদেহে অপুষ্টির ঝুঁকি বাড়ায়। জিংকসমৃদ্ধ ফসল চাষ করলে মাটি ও মানবদেহ উভয়ই উপকৃত হবে। এজন্য কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করতে হবে।
অনুষ্ঠানে ইএসডিওর কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।