প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জনসমাবেশ অনুষ্ঠিত
লোকায়ন রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমের পাশে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএর সহযোগিতায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময়ে জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান রাজকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান নারায়ণ চন্দ্র রায়, সিডিয়ের মাদারগঞ্জ ইউনিট উপদেষ্টা শুভানু ঋষিসহ অন্যান্যরা।
আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে সিডিএ এবং আদিবাসী সম্প্রদায়ের নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সদর উপজেলার বিভিন্ন জমির সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে ভূমিহীন নেতারা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপির প্রদান করেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন