৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতী-বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকান্ড বিষয় সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।
মহড়া শেষে জেলা ত্রাণ কর্মকর্তা জিয়াউর রহমানের সভাতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সহিদুল ইসলাম।
এসময় বক্তরা দুযোর্গ মোকাবেলায় বিভিন্ন সচেতনা মূলক আলোচনা করেন।