Home » ঠাকুরগাঁওয়ে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ বিষয়ক   কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ বিষয়ক   কর্মশালা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও প্রতিনিধি : নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে ঠাকুরগাঁওয়ে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ বিষয়ক   কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন এর আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় সোমবার জেলা প্রশাসকের সম্মেলন এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার সরদার  শাহীন মোস্তফা  , অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার,বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী   মারুফ আহমেদ, প্রকল্পের জেলা ম্যানেজার মোছা: রুবি আক্তার প্রমুখ।
এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

You may also like