শহর সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পরে লিটন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত ওই যুবক পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি "স" (কাঠ ফাড়াই) মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শিবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রেল লাইনে বসেছিলেন। রাত ১০ টায় ঠাকুরগাঁও-ঢাকা গামি একটি ট্রেন আসে ও সেই ট্রেন কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়াও অনেকেই বলছেন, তিনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় সেখানে বসেছিল। অতিরিক্ত নেশা হওয়ায় ট্রেনের আওয়াজ বা শব্দ বুঝতে পারেনি তাই ট্রেনে কাটা পরে মারা গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।