Home » ঠাকুরগাঁওয়ে নারীদের ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

ঠাকুরগাঁওয়ে নারীদের ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেন্যান্স বিষয়ক ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী সড়ক, দেব টাওয়ার, কারুপণ্য উন্নয়ন সংস্থার কার্যালয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশন এর আয়োজনে, কারুপণ্য উন্নয়ন সংস্থা, ঠাকুরগাঁও এর পরিচালনায় ৬০ জন নারীদের ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেন্যান্স বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে এই সনদ বিতরণ করা হয়।

রাণীশংকৈল উপজেলার ২০ জন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২০ জন ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২০ জন করে মোট ৬০জন নারীদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করেন জয়িতা ফাউন্ডেশন।

সনদ বিতরণ অনুষ্ঠানটি ভার্চুয়ালে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) শেখ মুহাম্মদ রেফাত আলীর সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের মহাব্যবস্থাপক (উপসচিব) নিপুল কান্তি বালা।  প্রশিক্ষাণার্থীদের মাঝে সদনপত্র তুলে দেন কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক নুর আলম, আনিছুর রহমান প্রমুখ।

 

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন