শহর সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দিন ব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।
রোববার (৫ মে) সকাল থেকে জগন্নাথপুর ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন শতাধিক কর্মকর্তা কর্মচারী।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেডিং ১ থেকে ২০, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের নিয়মিত করন, লাইনম্যানদের নির্দিষ্ট কর্ম ঘন্টা, বিলিং সহকারীদের নিয়মিত করন, অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্যাতন, নিপীড়ন ও শোষণ বন্ধের দাবিসহ বিভিন্ন দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন জেলায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।