
নৌলোকায়ন রিপোর্ট:”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে শেষ হলো সদর উপজেলার আন্ত স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে বালক বালিকা দুটি বিভাগে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সকাল ১০ টায় খেলার উদ্বোধন করেন মোঃ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার ঠাকুরগাঁও । দিনব্যাপী এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালক বিভাগে ঠাকুরগাঁও জেলার পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদ্রাসা। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সালন্দর উচ্চ বিদ্যালয়। মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উমেদ আলী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে হাজী কমরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সদর ঠাকুরগাঁও। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মনিরুজ্জামান জেলা ক্রীড়া অফিসার ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সহ অন্যান্যরা।