প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও পৌর শহরের ১০ নং ওয়ার্ডে ও ১৬ নং নারগুন ইউনিয়নের এলাকার বাসিন্দারা মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে উঠান বৈঠক করেন ।
জুয়া এবং মাদকদ্রব্য বেড়ে যাওয়ায় বিট পুলিশিং ও ঠাকুরগাঁও সদর থানার ওসি এবং ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, রাজা, এস আই জাহাঙ্গীর সহ স্থানীয় সুধীজন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে মাদক ও সন্ত্রাস মুক্ত করে ছারবো, তাই তিনি সকলকে এক হয়ে কাজ করতে বলেছেন।
স্হানীয় সুধীজনের পক্ষ থেকে রাজা বলেন, আমরা আমাদের এলাকার সকালে প্রচেষ্টায় মাদকমুক্ত করতে পেরেছি । তবে এখনো যারা গোপনে তাদের এই মাদক বিক্রি না করতে পারে সে জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আমাদের মূলত চ্যালেঞ্জ এলাকাকে মাদকমুক্ত করা।
আমি আপনাদের এটুকু বলতে পারি মাদকের সঙ্গে এবং জোয়ার সাথে কোন প্রকার কম্প্রোমাইস করব না । আমাদের যেখানে যেরকম সমস্যা হবে আমরা সেরকম ভাবে কাজ করব। আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একত্রে মাদককে সমাজ করতে পারব বলে তিনি আশাবাদী।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন